সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) বেলা ১২টায় উপজেলাধীন মহাসড়কের বাঁশবাড়িয়া মগপুকুর এলাকায় এ দুর্ঘটনায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বেলা আনুমানিক ১২টার সময় চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেল উপজেলার বাঁশবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় একইমুখী একটি ট্রাক ( চট্টমেট্টো-ট ১১- ৭৪৩৭) পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক টিপু সুলতানের স্ত্রী শাহেদা বেগম (৪৮) মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রামমুখী মোটরসাইকেলকে একইমুখী ট্রাক চাপা দিলে মোটর সাইকেল চালক গুরুতর আহত ও তার পেছনের সিটে থাকা স্ত্রী মারা যান। ট্রাকটি জব্দ করা হয়েছে।
চস/আজহার