spot_img

২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দিনাজপুরে একই পরিবারে ৪ জনের মাটির দেয়াল চাপা পড়ে মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে মাটির দেয়াল চাপা পড়ে দুই সন্তান, স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতের কোনও এক সময়ে এ ঘটনা ঘটেছে।

পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, ভ্যানচালক স্বপন (৩০), তার স্ত্রী ফারজানা (২৫), হুসেন (৭) ও হাসিবুর (৪)।

স্থানীয়রা জানিয়েছে, বৃষ্টির কারণে রাতের কোনও এক সময়ে বাড়ির মাটির দেয়াল চাপা পড়ে ৪ জনের মৃত্যু হয়। সকালে স্থানীয়রা দেয়াল চাপা পড়া অবস্থায় তাদের দেখতে পায়। পরে তারা মরদেহগুলো উদ্ধার করে।

পার্বতীপুর থানার ওসি মোখলেছুর রহমান জানিয়েছেন, এখনও তারা বিষয়টি জানেন না। খোঁজ নিচ্ছেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss