হে! হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
কভু ভুলবো না হে! চির সুমহান,
হে! বাংলার স্বাধীনতার অমর রূপকার
প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
অসত্য প্রতিরোধে আপোষহীন নেতা বজ্র কন্ঠে ছিলেন প্রতিবাদী,
তারুণ্য চেতনায় দুর্বার মরুঝড় খুঁজে বেড়ায় যাকে আজ পুরো জাতি।
বাঙালি মোরা বীরের জাতি
নিয়েছি শপথ সত্যের
দ্বীপাধার,
এখনো কাঁপে ৭ই মার্চের তপ্ত
বিপ্লবী কন্ঠের হুংকার।
কোটি বাংঙ্গালীর নয়ন মনি চেতনায় তুমি শত বহমান,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান।