spot_img

২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

জয়ী হয়ে খালেদা জিয়াকে মুক্ত করবো : শাহাদাত

নির্বাচিত হলে চট্টগ্রামকে সুন্দর স্মার্ট নগর হিসেবে গড়ে তুলবো। আমরা জয়ের জন্যই মাঠে নেমেছি। ভোটযুদ্ধে জয়ী হয়ে দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো।

বুধবার (১১ মার্চ) সকালে নগরীর বহদ্দারহাট হক মার্কেট চত্বরে ৪ নম্বর ওয়ার্ডের গণসংযোগকালে বিএনপি মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

শাহাদাত হোসেন বলেন, ভোটের মাঠে সবাইকে সমান সুযোগ করে দিতে ইসির প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের নেতা-কর্মীদেরকে ভোটের মাঠে হয়রানি করলে আমরা বসে থাকবো না। ভোট ও রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। আসুন চট্টগ্রামে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করি।

তিনি বলেন, ভোটকেন্দ্রে সেনাবাহিনীর অফিসার ত্রুটি দেখার জন্য দেওয়া হয়েছে। সেনাবাহিনীকে দায়িত্ব দিতে হবে যেন আওয়ামী সন্ত্রাসীরা বুথে গিয়ে ভোট দিতে না পারে। ভোটের দিন ভোটাররা যেনো ভয় ছাড়া কেন্দ্রে আসতে পারে, তার ব্যবস্থা করতে হবে ইসিকে।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দিন ভোটের ফলাফল দ্রুত দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, কাউন্সিলর প্রার্থী মাহাবুবুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, কামরুল ইসলাম, কাউন্সিলর প্রার্থী ইসকান্দর মির্জা, মহিলা কাউন্সিলর প্রার্থী শাহনাজ হায়দার মিনু, জিন্নাতুন নেছা জিনিয়া প্রমুখ।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss