spot_img

২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

একদিনে চট্টগ্রামে ২৯৫ জনের করোনা শনাক্ত, আরও ৬ জনের মৃত্যু

বিগত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১৪৭১ জনের নমুনা পরীক্ষায় ২৯৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ২১৬ জন ও ৭৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা হলো মোট ১০ হাজার ৭৭২ জন। নতুন করে আরও ৬ জনের মৃত্যুসহ চট্টগ্রামের মৃতের সংখ্যা দাঁড়ালো ২০৪ জন। একদিনে আরও ১৪ জন মোট সুস্থ হয়েছে ১ হাজার ২৭৯ জন।

বুধবার (৮ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

জানা যায়, চট্টগ্রামের সরকারি চারটি ও বেসরকারি দুটি ল্যাব মিলিয়ে মোট ১৪৭১ জনের নমুনা পরীক্ষার মধ্যে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে ২৭৭ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২০৩ জনের নমুনা পরীক্ষায় ২৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫৩৪টি নমুনা পরীক্ষায় ১১৫ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮৩ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯০ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জন ও শেভরণ ল্যাবে ৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss