spot_img

২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

২৩ এপ্রিল নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার প্রতিবেদন

মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৩ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।

আজ মামলার ধার্য তারিখে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান নতুন এ দিন ধার্য করেন।

২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের ১৭৪ নম্বরের নিজ বাড়িতে খুন হন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতা ও টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী।

আরো পড়ুন: আওয়ামী লীগে বিদ্রোহীদের শাস্তি না হওয়ায় বাড়ছে দৌরাত্ম্য

ওইদিন এশার নামাজের পর আনুমানিক ৬ থেকে ৭ যুবক ফারুকীর বাসায় প্রবেশ করে এবং কিছু সময় পর তার স্ত্রী ও এক ছেলেসহ তিন স্বজনের হাত-পা বেঁধে পৃথক কক্ষে আটকে রেখে ফারুকীকে গলা কেটে হত্যার পর দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

ওই ঘটনায় তার ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss