spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে একজন মারা গেছেন। এছাড়া আরো ৪ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। 

বুধবার (১৮ মার্চ) দুপুরে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মৃত ব্যক্তির বিষয়ে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, “তার বয়স ৭০ এর বেশি। তিনি বিদেশে যাননি। অন্য কারও কাছ থেকে তিনি সংক্রমিত হয়েছেন। তিনি ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন”।

আরো পড়ুন: ৩১ মার্চ পর্যন্ত ছুটিতে ঢাকা মেডিকেল কলেজ

 

তিনি আরো বলেন, নতুন করে ৪ জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ১৪ জন। নতুর করে আক্রান্তের মধ্যে একজন নারী ও ৩ জন পুরুষ। আক্রান্তদের একজন আগে যারা আক্রান্ত ছিলেন তাদের পরিবারে সদস্য। বাকি তিন জন বিদেশ থেকে এসেছেন। এদের ২ জন ইতালি, একজন কুয়েত থেকে এসেছে। এখন পর্যন্ত ১৬ জন আইসোলেশনে আছেন। আর ৪২ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের আছেন।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss