প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে বাঁচার একমাত্র সমাধান ঘরে থাকা। তাই সপরিবারে হোম কোয়ারেন্টাইনে গেলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।
ইতিমধ্যে অন্যদের সংস্পর্শ থেকে দূরে থাকছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ও তার পরিবারের সদস্যরা। ঘরে থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন তারা।
কভিড-১৯ করোনাভাইরাসে এ পর্যন্ত ১৮ হাজার ৮৯২ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৬১৪ জন। ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১ লাখ ৮ হাজার ৮৭৯ জন।
আরো পড়ুন: একদিনে করোনায় মৃত্যু ২৩৭৮ জনের
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। বর্তমানে ১৯৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস।
করোনাভাইরাসে পাকিস্তানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০০০ জন আর মারা গেছেন ৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ জন আর ৯৭৪ জন এখনও চিকিৎসা নিচ্ছেন।
এ প্রাণঘাতি রোগে বাংলাদেশে মারা গেছেন ৫ জন। মোট আক্রান্ত হয়েছেন ৩৯ জন যাদের ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
চস/সোহাগ