spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলবে না জিম্বাবুয়ে

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসির সদস্যপদ স্থগিত হয়ে যাওয়ার পর জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড বিপাকেই পড়েছে। সরকারের সরাসরি হস্তক্ষেপের দায়ে আইসিসির সভায় সর্ব সম্মতিক্রমে জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করা হয়। এ কারণে বাংলাদেশে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসতে অপরাগতা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের জন্য আইসিসির অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) বাস্তবায়নও এখন সম্ভব নয়। ফলে সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বাংলাদেশ সফর বাতিল করতে হচ্ছে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ভবিষ্যতও এখন অনিশ্চিত। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানিয়েছে, আসন্ন মৌসুমে ঘরোয়া প্রতিযোগিতাগুলো আয়োজনের সামর্থ্য আমাদের নেই। ভবিষ্যৎ সফরসূচির সিরিজ খেলার কিংবা অন্য আন্তর্জাতিক সিরিজের প্রতিশ্রুতি পূরণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আইসিসির কোনো ইভেন্টেও অংশ নিতে পারবে না জিম্বাবুয়ের কোনো দল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও অংশ নিতে পারবে না জিম্বাবুয়ের পুরুষ ও নারী দল। এ প্রসঙ্গে দেশটির ক্রিকেট বোর্ড জানায়, যদিও জিম্বাবুয়েকে পরবর্তীতে অন্য একটি আন্তর্জাতিক বাছাইপর্ব আয়োজনের অধিকার দিয়েছিল আইসিসি সেটা এখন অনিশ্চিত হয়ে গেল। অথচ আইসিসি বৈশ্বিক বাছাইপর্বের জন্য জিম্বাবুয়েকে বেছে নিয়েছিল। বোর্ডের সঙ্গে চুক্তিভুক্ত সকল খেলোয়াড় এবং স্টাফদের হয়তো মাসের পর মাস কিংবা আজীবনের জন্য বেতন ও ম্যাচ ফি ছাড়াই কাটাতে হবে। জিম্বাবুয়ে না আসলেও অবশ্য সিরিজ আয়োজনের ব্যবস্থা রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। ত্রিদেশীয় সিরিজের অন্য দল আফগানিস্তানকে নিয়ে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সম্ভাবনা আছে। যদিও বোর্ডের তরফ থেকে এখনও কিছুই জানানো হয়নি।-ইন্টারনেট

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss