সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় রয়েছেন আফগানিস্তান জাতীয় দলের ক্রিকেটার নাজিব তারাকাই। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
শুক্রবার (০২ অক্টোবর) আফগানিস্তানের জালালাবদ শহরে একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন তারাকাই। নানগারহারের একটি হাসপাতালে তাৎক্ষনিক অস্ত্রোপচারও করা হয়। কিন্তু এখনো ঝুঁকি কাটেনি।
এসিবি আরও জানিয়েছে, তারাকাইয়ের চিকিৎসা বাবদ সব দায়িত্ব এসিবির অধীনে পালন করা হচ্ছে। এখনো তিনি নানগারহার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরো পড়ুন: পিএসজির বড় জয়ে নেইমারের জোড়া গোল
২৯ বছর বয়সী এই ক্রিকেট মূলত একজন ওপেনার। ২০১৪ সালে আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। এখন পর্যন্ত একটি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তারাকাই। টি-টোয়েন্টিতে আছে একটি অর্ধ-শতকও।
চস/স


