spot_img

২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চীন তৈরি করল বিশ্বের সবচেয়ে বড় বিমান

বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমান তৈরি করে ফেলল চীন। এই বিমান সমানভাবে জল এবং স্থলে চলতে পারে। যে কোনও মুহূর্তে বিপর্যয় এবং জঙ্গলের আগুন নেভানোর কাছে এই বিমানকে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। বিমান প্রস্তুতকারী সংস্থার দাবি, এটাই বিশ্বের সবচেয়ে বড় বিমান।

বেজিংয়ের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না বা (এভিআইসি) বিমানটিকে প্রকাশ্যে আনে। এত্ত বড় বিমান দেখে রীতিমত স্তম্ভিত হয়ে যায় অনেকেই।

সংবাদ মাধ্যম শিনহুয়া জানিয়েছে, চীন গুয়াংডং প্রদেশের ঝাওহাই নগরী এজি-৬০০ নামের এই বিমানটিকে প্রকাশ্যে আনা হয়। এজি-৬০০ বিমান আকারে প্রায় বোয়িং ৭৩৭’এর সমান এবং এটি সর্বোচ্চ ঘণ্টায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে একভাবে।

জল থেকে ওঠা-নামা করতে পারে বিশ্বে এমন যে সব বিমান বানানো হয়েছে তার মধ্যে এজি ৬০০-ই সবচেয়ে বড়। এই বিমান নির্মাণকে চীনা বিমান শিল্পের জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে। সাগর সম্পদ অনুসন্ধান, পরিবেশ সংক্রান্ত নজরদারি এবং পরিবহনের ক্ষেত্রে এ বিমান ব্যবহার করা যবে বলে শিনহুয়া জানিয়েছে।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss