spot_img

২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অনলাইন ডেস্ক

সর্বশেষ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শুরু

তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর আগে গতকাল রোববার সকাল ৯টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় প্রথম পর্বের প্রথম ধাপ।

সকাল ১০টা থেকে নজমের জামাতের সাথিদের সঙ্গে বয়ান করছেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। ইজতেমার পুরো সময় কীভাবে পার করবে সেসব নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা চলছে।

ইতোমধ্যে মধ্যে ৭২টি দেশ থেকে ৩,২৫৬ জন বিদেশি মেহমান ময়দানে অবস্থান করছেন। ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা শেষে তারা নিজ দেশে ফিরবেন।

তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য মাঠ এখন পুরোপুরি প্রস্তুত। এই ধাপে মোট ৪০টি ঢাকার একাংশসহ ২২টি জেলার মুসল্লিরা অংশ নেবেন।

ঢাকার যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ ও মোহাম্মাদপুর; মুন্সীগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলার মুসুল্লিরা অংশগ্রহণ করছেন।

জোহরের নামাজের পর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, আসরের নামাজের পর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা রবিউল হক এবং মাগরিবের নামাজের পর বয়ান করবেন ভারতের মাওলানা আহমদ লাট।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss