কেনিয়ায় চোরাকারবারিরা হত্যা করেছে শাবকসহ একটি বিরল প্রজাতীর নারী সাদা জিরাফকে। দেশটির পূর্বাঞ্চলের গ্যারিসায় এ ঘটনা সংঘটিত হয়।
আর মাত্র একটি সাদা জিরাফ বেঁচে আছে বিশ্বে। এটি পুরুষ জিরাফ। সেটি হত্যার শিকার হওয়া ওই নারী জিরাফের শাবক।
কনজারভেন্সির ব্যবস্থাপক মোহাম্মদ আহমেদ নূর বলেন, বিশ্বজুড়ে আমরাই একমাত্র কমিউনিটি যারা এই সাদা জিরাফগুলোর অভিভাবক।
আরো পড়ুন: ক্রেডিট কার্ড ছাড়াই নিন ভ্রমণ ঋণ
কমিউনিটির সদস্য এবং বন কর্মকর্তারা সাদা জিরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর দিনটিকে ‘দুঃখের দিন’ হিসেবে অভিহিত করেন আহমেদ নূর। এটি গবেষক এবং কেনিয়ার প্রত্যন্ত অঞ্চলে পর্যটন বিকাশে যারা কাজ করে যাচ্ছেন তাদের জন্য অপূরণীয় ক্ষতি।
২০১৭ সালে খোঁজ পাওয়ার পর ২০১৯ সালের আগস্টে সাদা জিরাফটির জোড়া শাবক জন্ম দেওয়ার ঘটনা ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছিল।
চস/সোহাগ