আগামী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে চট্টগ্রাম অমর একুশে বইমেলা। ২০১৯ সাল থেকে নগরীর কাজীর দেউড়ি এলাকায় এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে বইমেলা অনুষ্ঠিত হলেও এবার তা সরে যাচ্ছে সিআরবির শিরীষতলে।
আগের ভেন্যু জিমনেশিয়াম মাঠে বইমেলা আয়োজনে এবার বাধা দেয় জেলা প্রশাসন। নানা দর-কষাকষির পর নগরীর সিআরবির শিরীষতলকে বইমেলার স্থান হিসেবে নির্ধারণ করেছেন আয়োজকরা। প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে মেলা। তবে শুক্র ও শনিবার মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।
মেলায় উদ্বোধক হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সমাপনী অনুষ্ঠানে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। উদ্বোধনের পর মেলা চলবে ২মার্চ পর্যন্ত। মেলা চলাকালীন ২২ দিনে ২২ টি থিমে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের। এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন দেশের বিশিষ্টজনেরা।
সোমবার সিআরবি এলাকা ঘুরে দেখা যায়, বইমেলার জন্য প্রস্তুত করা হচ্ছে শিরীষতল মাঠ। স্টলের জন্য তৈরি করা হচ্ছে বাঁশের কাঠামো। মাঠের দক্ষিণ-পশ্চিম কোণে প্রস্তত করা হচ্ছে মূল মঞ্চ। উত্তর-পশ্চিম দিকে শিশুদের জন্য তৈরি করা হচ্ছে চাইল্ড কর্নার। মাঠের পূর্ব প্রান্তে রাস্তার পাশেও কিছু স্টল তৈরির কথা রয়েছে, আয়োজকদের কার্যালয়, স্বেচ্ছাসেবী সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বরাদ্দ দেওয়া হবে এই স্টলগুলো। তবে এখনও সেসব স্টল তৈরির কাজ শুরু হয়নি।
চস/স