অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে কবি ও সাহিত্যিক রূপক বিধৌত সাধুর গল্পগ্রন্থ ‘কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’। বইটি প্রকাশ করেছে উৎসব প্রকাশন।
প্রকাশক সূত্রে জানা গেছে, ঢাকা বইমেলায় বইটির পরিবেশক বাংলার প্রকাশন। বইটি বইমেলার ৮২০-৮২১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়াও রকমারিতেও পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ মূল্য ৩০০ টাকা।
‘কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’ প্রসঙ্গে লেখক বলেন, “জীবন যেন এক অকূল পারাবার। এখানে কতই না চড়াই-উৎরাই পার হতে হয়! ‘কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’ বইটিতে মূলত জীবনের বিভিন্ন ধাপের বর্ণনা গল্পাকারে তুলে ধরেছি। একজন মানুষের জন্ম, গ্রামীণ পরিবেশে বেড়ে উঠা, তারপর ধাপে ধাপে এগিয়ে চলার গল্প এখানে বিধৃত হয়েছে। আছে দুঃখ-কষ্ট, আছে সংগ্রামের বিবরণ। আছে দিনের পর দিন না খেয়ে থাকার ইতিহাস। আছে মোহভঙ্গের ক্ষত, আছে পরাজিত হওয়ার গল্প। একজন বেকার যুবক কীভাবে এই জীবন পারাবার পাড়ি দেন, সেসব কথা গল্পের ছলে বলা হয়েছে।”
লেখক আরও বলেন, “বইটিতে ২৪টি গল্প আছে। বেশিরভাগই আত্মজৈবনিক, স্মৃতিচারণমূলক হলেও পাঠক ভিন্ন ভিন্ন অনুভূতি পাবেন। জীবনের ঋণ কত প্রকার ও কী কী- সে সম্পর্কে ধারণা দেবে বইটি। জীবনের গল্পগুলো ধারাবাহিকভাবে সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন শিরোনামে। পাঠকএখানে নিজের মানসপটের চিত্র ফুটে উঠতে দেখবেন।”
প্রসঙ্গত, রূপক বিধৌত সাধুর জন্ম ১৯৯৩ সালের ৪ঠা জুন ময়মনসিংহের ভালুকায়। পড়ালেখা মাস্টার্স পর্যন্ত। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করেছেন। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
অল্প বয়স থেকেই ছড়া-কবিতা লিখতেন। একসময় গল্প-উপন্যাসের দিকেও মনোযোগী হন তিনি। বিভিন্ন সাময়িকী, পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে।
লেখকের প্রথম কবিতার বই প্রকাশ পায় ২০০৮ সালে। ২০১৩ সালে পূর্ব প্রকাশিত কবিতার বইটি ‘আশা’ নামে; এর পাশাপাশি ‘জলছবি’ নামে আরও একটি কবিতার বই প্রকাশিত হয়। ‘কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’ লেখকের প্রথম প্রকাশিত গল্পের বই।
চস/আজহার