spot_img

৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বইমেলায় প্রকাশিত হয়েছে এম এম উজ্জ্বলের উপন্যাস ‘অনন্ত সংগ্রাম’

আন্দোলন, সংগ্রাম, প্রেম-ভালোবাসা বিরহ নিয়ে অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে এম এম উজ্জ্বলের উপন্যাস ‘অনন্ত সংগ্রাম’। বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী এবং প্রচ্ছদ করেছেন জারিফ। উপন্যাসটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা

বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম অপসংস্কৃতি, ছাত্র সংগঠনের নির্মম শারীরিক, মানসিক নির্যাতন, যৌক্তিক দাবি আদায়ের ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে নৃশংস হামলা, শহরে মেস জীবনে নানা অনাচার, গ্রাম্য প্রভাবশালীদের বিরূপ আচরণ, অপরিণত বয়সে প্রবাসী স্বামীর মানসিক নিগ্রহে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর অপ্রকাশিত প্রেমের মানসিক দ্বন্দ্বের জটিল সমীকরণ নিয়ে এগিয়েছে গল্প । ভাগ্য পরিবর্তন করতে ঢাকায় এসে কীভাবে গ্রাম্য সহজ সরল মেধাবী ছাত্র/ছাত্রীদের জীবনে করুন পরিণতি নেমে আসে তা নিয়ে টানটান ঘটনা প্রবাহে নির্মিত হয়েছে উপন্যাসের প্লট।

ভূমিকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, জীবন মানেই সংগ্রাম। যাপিত জীবনে এর শেষ নেই। এ প্রত্যয় তাই লেগে থাকে আষ্টেপৃষ্ঠে। মধ্যবিত্তের বেলায় তা ঢের বেশি। তিনি আরও বলেন, “অনন্ত সংগ্রাম” উপন্যাসে সামাজিক-বাস্তবতা প্রকাশিত হয়েছে। নবীন লেখকের এই উপন্যাস স্বল্প সময়েই পাঠক প্রিয়তা পাবে বলে আমার বিশ্বাস।

জ্ঞানকোষ প্রকাশনীর প্রধান নির্বাহী ওয়াসি তরফদার জানান, আমরা গুণগত মান নিশ্চিত করে বই প্রকাশ করে থাকি। লেখকের প্রথম বই হলেও অনন্ত সংগ্রাম পাঠকদের হৃদয় জয় করবে। বইটি অমর একুশে বই মেলায় জ্ঞানকোষ প্রকাশনীর ২৪ নম্বর প্যাভিলিয়ন এবং চট্টগ্রাম বইমেলায় ১১৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়াও সকল অনলাইন বুকশপে পাওয়া যাবে।

লেখক এম এম উজ্জ্বল বলেন, জীবনঘনিষ্ট গল্পে চেষ্টা করেছি সমাজের তিক্ত বাস্তবতা তুলে ধরতে। মুক্তির তাড়নায় গ্রাম হতে শহরে আসা যুবক এবং যুবতীর জীবনে একের পর এক অভাবনীয় ঘটনা পাঠককে মনস্তাত্ত্বিকভাবে প্রভাবিত করবে বলে বিশ্বাস করি।

এম এম উজ্জ্বল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ হতে এমবিএ ডিগ্রি অর্জন করে সরকারি সংস্থায় কর্মরত আছেন। লেখালেখি করছেন দেশের শীর্ষ স্থানীয় সব জাতীয় দৈনিকে। স্বপ্ন দেখেন পৃথিবীটা মানুষের হবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss