বান্দরবানের কুহালং ইউনিয়নের মিনঝিড়ি পাড়ার বৌদ্ধ বিহার থেকে এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত বৌদ্ধ ভিক্ষুর নাম নন্দ বংশ মহাথের (৭৩)। আজ রবিবার (১২ জুন) সকালে এ লাশ উদ্ধার করে পুলিশ।
কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মারমা জানান, সকালে বিহারের সেবকরা অধ্যক্ষকে খাবার দিতে গেলে বিহারের সামনে ঝলুন্ত অবস্থায় দেখতে পান। আমাকে খবর দিলে আমি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, কি কারণে এ ঘটনা ঘটেছে তার কারণ অনুসন্ধানে আমরা কাজ করছি।
উল্লেখ্য, নিহত নন্দ বংশ মহাথেরের বাড়ি রোয়াংছড়ি উপজেলায়।
চস/স


