spot_img

১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাউজানে মাছ ধরতে গিয়ে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার

চট্টগ্রামের রাউজানে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মো. ইয়াকুব (৬৫) নামে এক পল্লী চিকিৎসকের লাশ দুদিন পর উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার পৌরসভার ছিটিয়াপাড়া এলাকার পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার বিকেল ৪টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় বেরুলিয়া খাল সংলগ্ন বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মো. ইয়াকুব। তিনি ওই এলাকার হারুন চেয়ারম্যান বাড়ির বাসিন্দা।

মৃতের এক স্বজন আহসান হাবীব জানান, পুকুরপাড়টি বন্যার পানিতে ডুবন্ত অবস্থায় ছিল। বুধবার সকাল থেকে নিখোঁজ ইয়াকুবের খোঁজে স্থানীয় লোকজন তল্লাশি চালান। ডাক্তার নুর মোহাম্মদ নামে এক ব্যক্তির পুকুর পাড়ে তার লাশ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

এর আগে তার সন্ধানে মঙ্গলবার সারা দিন তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss