spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মহেশখালীতে সমিতির লটারি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, যুবক নিহত

কক্সবাজারের মহেশখালীতে ‘ড্র সমিতি’র লটারি নিয়ে সংঘর্ষে মো. ওয়াহিদ (২২) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি উপজেলার হোয়ানক ইউনিয়নের বালুঝিরি এলাকার বশির আহমদ পুত্র।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোররাত ৪ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়নক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাসেম।

সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ হোয়নক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বালুঝিরি এলাকায় সমিতির লটারি নিয়ে স্থানীয় জাফর আলমদের সাথে কথাকাটাকাটি হয় নিহত ওয়াহিদদের সাথে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। আহতদের কক্সবাজার মেডিকেল ও চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় আহত মো. ওয়াহিদ সকালে মৃত্যুবরণ করেছেন।

মহেশখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, হোয়ানকে একটি সংঘর্ষের ঘটনায় একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে শুনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss