spot_img

২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বান্দরবানে সোনালী ব্যাংকের সহকারী ক্যাশিয়ারসহ ২ কেএনএফ সদস্য আটক

বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের সহকারী ক্যাশিয়ারসহ কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ২ সদস্যকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭ টি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি, কেএনএফের পোশাক ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে রুমার বেথেল পাড়া থেকে তাদের আটক করা হয়। আটকৃতদের মধ্যে সোনালী ব্যাংকের সহকারী ক্যাশিয়ারের পরিচয় পাওয়া গেছে। তার নাম লালচিয়াম বম।

বিষয়টি নিশ্চিত করেছেন রুমা উপজেলার সেনাবাহিনী জোনের অধিনায়ক লে. কর্নেল কে. এম আরাফাত আমীন।

তিনি জানান, আজ দুপুরে রুমার বেথেল পাড়া থেকে সোনালী ব্যাংকের সহকারী ক্যাশিয়ারসহ কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের আরও ২ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৭ টি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি, কেএনএফের পোশাক ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এর আগে সকালে যৌথ বাহিনীর অভিযানে থানচি ও বান্দরবানের রেইলা চেকপোস্ট থেকে কেএনএফের ৩ সদস্যসসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss