কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে ৮ মাসের এক শিশু। আহত হয়েছেন আরও ৯ যাত্রী। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (৭ অক্টোবর) দুপুর বারোটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঝনঝনি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান- যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ছিল। বিপরীত দিক থেকে আসা অপর যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি এই সংঘর্ষ হয়।
এসময় ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী ৬ মাস বয়সী শিশু মারিয়া মনি মারা যায়। নিহত মারিয়া চকরিয়ার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ মোহছনিয়াকাটা গ্রামের নুরুল আমিনের মেয়ে। অটোরিকশার চালকসহ ৬ যাত্রী ও হানিফ বাসের ৩ যাত্রী গুরুতর আহত হয়।
আহতরা হলেন, বরইতলী মছনিয়াকাটা এলাকার আলী হোসেনের ছেলে ও নিহত শিশুর বাবা মোহাম্মদ আমিন (৩৪), তার স্ত্রী শাহিন আক্তার (৩০), তাদের পুত্র ইয়াছিন (৮), কন্যা সুমাইয়া (১০), আহত আমিনের বৃদ্ধা মা রশিদা বেগম (৬৫), ছোট ভাই জয়নালের স্ত্রী শাহিদা বেগম (২৮), তার কন্যা রিফা মনি (৮), সিএনজি গাড়ির চালক রবি আলম (৩০), ইজিবাইকের যাত্রী পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকার ছৈয়দ আহমদের ছেলে মৌলানা মোহাম্মদ মুজাহিদ (৩৬) ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ভিলেজার পাড়ার মৃত আবদুল গফুরের স্ত্রী সাহারা খাতুন (৬২)।
স্থানীয়রা জানান, বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করি। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করি।
চস/স