spot_img

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ইনানী সমুদ্র সৈকত থেকে ২৪ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী থেকে ২৪ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

এরমধ্যে ১৪ জন নারী ও ১০ জন পুরুষ সদস্য রয়েছে। এদের জিজ্ঞাসাবাদ শেষে স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এসব রোহিঙ্গারা মালয়েশিয়ার উদ্দেশ্য পাড়ি দিচ্ছিলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) সকাল দশটার দিকে উখিয়ার ইনানী থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

আটককৃত রোহিঙ্গারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, ভোর ৪টার দিকে প্রায় শতাধিক রোহিঙ্গাকে তারা সৈকতের বালিয়াড়ি পেরিয়ে হঠাৎ লোকালয়ে আসতে দেখে অবাক হন তারা। পরে বেশিরভাগ রোহিঙ্গারা পালিয়ে যায়। এ ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাচাই-বাছাই করে ক্যাম্প ইনচার্জের নিকট আটক রোহিঙ্গাদের হস্তান্তর করা হয়। আ

টক হওয়া রোহিঙ্গাদের মধ্যে উখিয়ার ১৭নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা খুরশিদা বেগম (২৪) জানান, আমরা মালেয়শিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ থেকে ট্রলারে যাত্রা করেছিলাম, মিয়ানমারের নৌবাহিনী জলসীমা অতিক্রমের সময় বাঁধা দেয়। মাঝি বোট ঘুরিয়ে ফেলে এদিকে চলে আসে এবং আমরা সাগরের মাঝে ১০ দিন ছিলাম।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, আটককৃত রোহিঙ্গাদের মধ্যে ১৪ জন নারী ও ১০ জন পুরুষ। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে স্ব-স্ব রোহিঙ্গা ক্যাম্পে তাদের ফেরত পাঠানো হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss