spot_img

২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চন্দনাইশে যাত্রীবাহী বাস থেকে অস্ত্রসহ আটক ২

ন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর কাছ থেকে একটি দেশীয় তৈরি সচল পাইপ গান উদ্ধার করেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশস্থ বিজিসি ট্রাস্ট এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অস্ত্র পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে পুলিশ টিম শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশ বিজিসি ট্রাস্ট এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা পাবনাগামী “পাবনা এক্সপ্রেস” নামক বাসে তল্লাশি চালানো হয়।

এ সময় বাসের পেছনের সিটে বসা মোহাম্মদ বাদশা মিয়া (২৫) ও আব্দুল আজিজ মুন্না (২২) নামে দুই যাত্রীর হেফাজতে থাকা ১টি সচল দেশীয় তৈরী পাইপ গান (কাঠের বাটসহ লম্বা ১৫ ইঞ্চি) উদ্ধার করা হয়। ধৃত বাদশা মিয়া কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পশ্চিম পাগলির বিল এলাকার সোনা আলী ও আবদুল আজিজ একই এলাকার আবুল কালামের ছেলে।

এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছিল বলে জানান চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss