চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার (১ জানুয়ারি) উপজেলার গহিরা ঘাট থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ছয় পুরুষ, ছয় নারী ও আট শিশু রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, আটকরা নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে সাগরপথে গহিরা চলে এসেছিল। স্থানীয় লোকজন তাদের ধরে সেনাবাহিনীর কাছে দেয়। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।
তাদের ভাসানচরে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
চস/স