spot_img

১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

টেকনাফে মানবপাচার চক্রের সদস্যসহ গ্রেপ্তার ১৯

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। আটকদের মধ্যে একজন দালালসহ দুই বাংলাদেশি এবং ১৭ জন রোহিঙ্গা রয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় পরিচালিত এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর আইএসপিআরের গণসংযোগ কর্মকর্তা জানান, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে নৌবাহিনী জানতে পারে যে, এই এলাকায় বেশ কয়েকজন মালয়েশিয়া পাচারের জন্য অবস্থান করছে। এরপরই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে অনেকেই অল্পবয়সী। তাদের কাছ থেকে কিছু নগদ টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা মালয়েশিয়া যাওয়ার জন্য দালালের কাছে টাকা দিয়েছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss