spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসী আটক

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলিসহ তিনজন আটক করা হয়েছে। অভিযানে আটক সন্ত্রাসীদের হাতে অপহৃত নরসিংদী জেলার এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।

শুক্রবার (৭ মার্চ) রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড বালুখালী নামক স্থানে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। আটকরা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা।

নৌবাহিনী থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশকে সাথে অভিযান চালায় নৌবাহিনীর একটি দল।

অভিযানকালে অপহরণ চক্রের মূল হোতা মাদক ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিনসহ তার দুই সহযোগিকে আটক করা হয়। হেলাল উদ্দিনের বাড়ির আশপাশে তল্লাশি করে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় চারটি আগ্নেয়াস্ত্র সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ সময় তার বাসা থেকে অপহরণের শিকার নরসিংদীর জেলার মনোহরদি উপজেলার বাসিন্দা আরেফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।

অপহৃত এই ব্যক্তি গত ৩ মার্চ নরসিংদী থেকে কাজের সন্ধানে টেকনাফ বাসিন্দা মজিবের নিকট আসলে মজিব তাকে কাজ না দিয়ে হেলাল উদ্দিনের আস্তানায় একটি ঘরে তালাবদ্ধ অবস্থায় আটকে রাখে। পরে অপহরণ চক্রটি অপহৃত ভিকটিমের পরিবারের নিকট দুই লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গিয়াস উদ্দিন জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে ইতোপূর্বে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালানসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss