spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

রাঙামাটিতে বিজিবির অভিযানে ১৯৮০ প্যাকেট অবৈধ সিগারেট জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোন ভারত থেকে অবৈধভাবে আনা শুল্কবিহীন ১৯৮০ প্যাকেট অবৈধ বিদেশী সিগারেট জব্দ করেছে।

শুক্রবার (১৬ মে) রাতে বিজিবি’র অভিযানে অবৈধ বিদেশী সিগারেট জব্দ করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনস্থ চরুয়াখালী বিজিবি ক্যাম্প এর দায়িত্বপূর্ণ এলাকায় পূর্ব চরুয়াখালী নামক স্থানে একটি বাড়িতে চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট চোরাচালানের উদ্দেশে জমা করে রেখেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লে.কর্নেল নাহিদ হাসান এর নির্দেশনায় বিজিবি টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পরিচালিত অভিযানে টহল দল কর্তৃক উক্ত স্থান হতে পরিত্যাক্ত অবস্থায় ORIS BROWN NANO সিগারেট-৫০০ প্যাকেট এবং PATRON সিগারেট- ১৪৮০ প্যাকেট জব্দ করে। যার বাজার মূল্য-৩,৯৬,০০০/- (তিন লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা। জব্দকৃত সিগারেট চট্টগ্রাম কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে অধিনায়ক, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জানান, শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ ও বাজারজাত করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ঊর্ধ্বতন দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss