spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

দুই গ্রুপের সংঘর্ষে সীতাকুণ্ডে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে মো. কলিম উদ্দিন (৩৮) নামে স্বেচ্চাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) রাতে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোটদারোগারহাট এ ঘটনা ঘটে। নিহত কলিম উদ্দিন ওই ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্চাসেবক দলের প্রস্তাবিত কমিটির সেক্রেটারি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছোটদারোগারহাট বাজারে ব্যবসাসহ নানান বিষয়ে কলিমদের গ্রুপের সাথে অপর একটি গ্রুপের বিরোধ চলে আসছিল। এসবের জেরে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষ ধারালো অস্ত্র-শস্ত্র, ককটেল ইত্যাদি নিয়ে কলিমদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন কলিম উদ্দিন ও সাদ্দাম নামক দুই যুবক। তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রতিপক্ষ সেখানেও হামলা চালানোর চেষ্টা করে। পরে কর্তব্যরত চিকিৎসক কলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্চাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ীদের হামলায় ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্চাসেবক দলের প্রস্তাবিত কমিটির সেক্রেটারি কলিম উদ্দিন মারা গেছেন। মাদক ব্যবসায় বাধা পেয়ে দুস্কৃতিকারীরা তার উপর হামলা চালিয়েছে বলে স্থানীয় নেতৃবৃন্দের কাছে আমি জেনেছি।

বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপি নেতা মো ইসমাইল হোসেন বলেন, ঘটনার সময় আমরা ছোটদারোগারহাটেই ছিলাম। হটাৎ দেখি কিছু দুস্কৃতিকারী ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালিয়েছে। এসময় আমি তাৎক্ষনিক পুলিশকে অবগত করি। কিন্তু পুলিশ আসার আগেই তারা কোপাকুপি করে চলে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানেও হামলা চালায় দুস্কৃতিরা। শেষে একজন মারা যায়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কলিম নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। তদন্ত করে প্রকৃত ঘটনা উন্মোচনা করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss