spot_img

২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সন্দ্বীপে আ.লীগ নেতার স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মশিউর রহমান বেলালের স্ত্রী শিউলি আক্তার শিল্পীকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩ জুন) দিবাগত রাত ৪টায় নিজ বাড়িতে ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে।

মারাত্মক আহত অবস্থায় শিউলি আক্তারকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শিউলি আক্তার শিল্পী সন্দ্বীপ উপজেলার রাজনীতিতে পরিচিত মুখ মশিউর রহমান বেলালের স্ত্রী। মশিউর রহমান বেলাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের মে মাসে অনুষ্ঠিত সন্দ্বীপ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান এবং তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ হামলার পেছনে রাজনৈতিক কোন্দল অথবা ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে. এম সফিকুল আলম চৌধুরী বলেন, ঘটনার তদন্তে পুলিশ গিয়েছে। স্টোর রুমে বটিতে রক্ত পাওয়া গেছে। ঘরে অন্যান্য সদস্য ছিল। বিষয়টি খতিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss