চট্টগ্রামের লোহাগাড়ায় ইটভাটার পুকুরে ডুবে মোহাম্মদ তানজিম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৮ জুন) সন্ধ্যায় উপজেলার পদুয়া ইউনিয়নের বার আউলিয়া কলেজ সংলগ্ন বার আউলিয়া ব্রিকস নামের ইটভাটার পুকুরে এই ঘটনা ঘটে।
নিহত শিশু তানজিম উপজেলার পদুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মীর পাড়ার মৌলানা কাইছারের প্রথম পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুর দাদা মো: জাহাঙ্গীর আলম।
তিনি জানান, আমার নাতি তানজিম হেফজখানায় পড়ে। ঈদের ছুটিতে বাড়িতে এসে দুপুরের পর থেকে সে অন্য বাচ্চাদের সাথে ফুটবল খেলতে বের হয়। খেলার সময় বলটি ইটভাটার পুকুরে পড়ে যায় আমি জানতাম না। তাদেরকে পুকুর থেকে তুলে দিয়ে মাগরিবের নামাজ পড়তে মসজিদে ঢুকে যাই।
নামাজ শেষে বাড়িতে গেলে শুনি নাতিকে পাওয়া যাচ্ছিলনা, দৌড়ে সেই পুকুরে এসে জাল দিয়ে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি।
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার পার্থ আজাদীকে বলেন, রাত ৯:১৫ টার সময় পুকুরের পানিতে ডুবে যাওয়া একটা শিশুকে আনা হয়েছিল, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান এই চিকিৎসক।
চস/স


