চট্টগ্রামের পটিয়ার বাইপাস রোডের বৈলতলী শ্যামলী পরিবহনের একটি বাস ও মাছবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার মারা গেছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
রোববার (২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক ড্রাইভার মো. মোরশেদ (২৪) দোহাজারী এলাকার মো. মোস্তাকের ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন বাস যাত্রী মো. রাকিব (১৯), আরিফুল ইসলাম (৩২) মো. আলিম (৫৫) ও সার্জেন্ট আকরাম হোসেন (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, হয়তো চোখে ঘুম নিয়ে গাড়ি চালাতে গিয়ে ও বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখী এ সংঘর্ষের ঘটে। এতে ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় শ্যামলী বাসের বেশকিছু যাত্রী গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
আরো পড়ুন: চট্টগ্রামে মাইক্রোবাসের চালকের সাহসিকতায় ছিনতাইকারী আটক
কর্ণফুলীর ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের প্রক্রিয়া চলছে। তবে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের আবেদন জানানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।
চস/স