spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (২২ জুন) দিবাগত রাত ১২টায় ও সোমবার (২৩ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রদীপ কুমার দে (৬৫) বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকার বাসিন্দা। বারইয়ারহাট পৌরবাজারের রিয়া টি স্টোর নামে তার একটি দোকান রয়েছে। হাবিব উল্লাহ (৬০) মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় নতুন বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা গেছে, গতকাল রবিবার বিকেলে মহাসড়কের জামালের দোকান এলাকায় সামনে থাকা চলন্ত রোলারের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি তেলের ট্যাঙ্কার। এসময় তেলের ট্যাঙ্কারে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা তেলের ট্যাঙ্কারের হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার পর ট্যাঙ্কার চালক পালিয়ে যায়। তখন থেকে রোলার চালক নিখোঁজ ছিল। পরবর্তীতে দিবাগত রাত ১২ টা নাগাদ ক্রেন দিয়ে ট্যাঙ্কার তোলা হলে নীচ থেকে হাবিব উল্লাহ (৬০) নামে রোলার চালকের লাশ উদ্ধার করা হয়।

অপরদিকে আজ সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে দ্রুত গতির অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রদীপ কুমার দে নামে এক বৃদ্ধ নিহত হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল উদ্দিন বলেন, রবিবার রাতে মহাসড়কের জামালের দোকান এলাকায় ঢাকামুখী লেনে তেলের ট্যাঙ্কারর নীচ থেকে রোলার চালক হাবিব উল্লাহর লাশ উদ্ধার করা হয়েছে। হাবিব উল্লাহর লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে। গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সোমবার সকালে মহাসড়কের বারইয়ারহাট পৌরসভায় মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রদীপ কুমার দে নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss