spot_img

১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় ৮ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৪ জন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে।

থানায় অভিযোগ দাখিলের পর বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাতে ভাইবোনছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আরমান হোসেন (৩০), সাকিব আলম (২০), সাদ্দাম হোসেন (৩২), এনায়েত হোসেন (২৫)। সবাই ভাইবোনছড়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুন রথযাত্রা পূজা উৎসব পালন করার জন্য ভাইবোনছড়া বাজার সংলগ্ন জগন্নাথ মন্দিরে যায় ভুক্তোভোগী। পূজা অনুষ্ঠান শেষে তার দূর সম্পর্কের কাকার ভাড়া বাসায় ওঠেন। রাতে আসামিরা সেখানে গিয়ে তাদের জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন করেন। এক পর্যায়ে ভুক্তভোগীকে পাশের একটি রুমে নিয়ে প্রাণনাশের হুমকি-ধমকি দিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

অষ্টম শ্রেণির এই ছাত্রী ঘটনার ভয়াবহতায় মানসিকভাবে ভেঙে পড়েছে। একপর্যায়ে গত ১২ জুলাই বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও বিষক্রিয়ায় আবারও বুকে ব্যথা দেখা দিলে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সেই রাতের ঘটনা প্রকাশ করেন কিশোরী। এরপর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, থানায় ধর্ষণের একটি মামলা রুজু হওয়ার পর অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss