spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

৭০ হাজার টাকা ‎মুক্তিপণ দিয়ে ফিরলো ঈদগাঁওয়ে অপহৃত ২ যুবক

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে অপহৃত দুজনকে ৭০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয়া হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর)রাত সাড়ে ১০ টার দিকে তারা ফিরে এসেছে।

‎ভুক্তভোগীরা হলো-রামুর ঈদগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব রাজঘাট এলাকার আব্দু শুক্কুরের ছেলে মোক্তার আহমদ (৩০) ও ৩ নম্বর ওয়ার্ড ফাতেমার ঘোনা চরপাড়ার মৃত হোসেন আহমদের ছেলে হেলাল (২৬)।

‎স্থানীয় জামায়াত নেতা বনি আমিন ও গণমাধ্যমকর্মী আবুল কাশেম জানান, অপহরণ পরবর্তী দিনভর দাবিকৃত মুক্তিপণের পরিমাণ নিয়ে দেনদরবারের পর রাতে ৭০ হাজার টাকার বিনিময়ে অপহৃতদের ছেড়ে দিতে রাজি হয় অপরণচক্র। তাদের দেয়া লোকেশন অনুযায়ী অপহরণস্থলের অল্প দূরে সড়কের ডিউটি পুলিশ বক্স সংলগ্ন বন এলাকায় মোখতারের চাচা আবুল হোসেন ও হেলালের এক ভাই বনের ভেতর গিয়ে হাতে হাতে মুক্তিপণের টাকা বুঝিয়ে দিলে অপহৃতদের তাদের হাতে তুলে দেয় মুখোশধারী সশস্ত্র ডাকাতদলের সদস্যরা ।

‎উল্লেখ্য, একই দিন সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্গম পাহাড়ি জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা দিয়ে ঈদগাঁও যাওয়ার পথে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল গণডকাকাতির এক পর্যায়ে রামুর মোক্তার আহমদ ও হেলালকে অপহরণ করে বনের দিকে নিয়ে যায় এবং পরে অপহৃতদের মোবাইল থেকে মুক্তিপণ দাবি শুরু করে।

‎ঘটনা পরবর্তী ঈদগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে অপহৃতদের উদ্ধারে দূর্গম পাহাড়ে ঘণ্টাব্যাপী নিষ্ফল অভিযান চালিয়ে ফিরে আসে।

‎থানার সেকেন্ড অফিসার এসআই সনক কান্তির সাথে যোগাযোগ করা হলে এ রকম তিনিও শুনেছেন বলে জানান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss