spot_img

২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সাদ্দাম বাহিনীর প্রধানসহ বেগমগঞ্জে গ্রেফতার ২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে গোপালপুর ইউনিয়নের সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম হোসেন (২৯) এবং হত্যা মামলায় পলাতক আসামি হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ৩টার দিকে আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে সাদ্দামকে গ্রেফতার করা হয়। তার দেওয়া দেওয়া তথ্যের ভিত্তিতে কোটরা মহব্বতপুর গ্রাম থেকে একটি পাইপগান ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। একইদিন রাতে তুলাচারা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি হাবিবুর রহমান (২১) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সাদ্দাম হোসেন (২৯) গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর এলাকার সায়েদুল হকের ছেলে এবং হাবিবুর রহমান উপজেলার তুলাচারা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বলেন, ‘সোমবার দিবাগত রাতে কোটরা মহব্বতপুর এলাকায় অভিযান চালিয়ে ৬টি মামলার আসামি সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। শেষে তার ভাষ্য মতে, একটি দেশীয় পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ ও অস্ত্র মামলাসহ ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া মঙ্গলবার অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘একইদিন রাতে উপজেলার তুলাচারা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি হাবিবুর রহমানকে একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়। সে গত জাতীয় সংসদ নির্বাচন চলাকালে গোপালপুর ইউনিয়নের তুলাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সন্ত্রাসীদের গুলিতে নিহত আনসার সদস্য মো. নূর নবী হেঞ্জু (৪৫) হত্যা মামলার প্রধান আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এছাড়া মঙ্গলবার অস্ত্র আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।’

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss