spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৫৩ হাজার ইয়াবা সহ চট্টগ্রামে রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

চট্টগ্রামে ইয়াবা বিক্রির কোটি টাকাসহ মিয়ানমারের এক দম্পতিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন সওকত ইসলাম ও তাঁর স্ত্রী মর্জিনা আক্তার। গতকাল রোববার রাতে নগরের চাঁদগাঁও এলাকার ভাড়া একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব ৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান বলেন, ইয়াবা বিক্রির জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছেন খবর পেয়ে র‌্যাব অভিযান শুরু করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা বাসার জানালা দিয়ে টাকা ছুড়ে ফেলতে থাকেন। পরে বাসায় অভিযান চালিয়ে ৫৩ হাজার ইয়াবা উদ্ধার করে। সেই সঙ্গে ইয়াবা বিক্রির নগদ এক কোটি টাকা উদ্ধার করে।

গ্রেপ্তার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তাঁরা মিয়ানমারের নাগরিক। সেখান থেকে ইয়াবা সংগ্রহ করে বাংলাদেশে অবৈধভাবে নিয়ে আসেন। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে ইয়াবা বিক্রি করেন। এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss