spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ট্রেনে পাথর ছোড়া দুই তরুণকে আটক করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়ে পুলিশের হাতে ধরা পড়েছেন দুই তরুণ। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের আউটার থেকে পাথরসহ হাতেনাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আখাউড়া উপজেলার আলাউদ্দিন (২৩) ও নবীনগর উপজেলার জাবেদ মিয়া (২১)।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে উত্তর আউটার সিগন্যাল এলাকা অতিক্রমের সময় ওই দুই তরুণ পাথর দিয়ে ঢিল ছোড়ে। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা পাথরসহ তাদেরকে আটক করেন।

আরো পড়ুন: মারা গেছেন সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী

তিনি আরো জানান, এ ঘটনায় ওই দুই তরুণের বিরুদ্ধে রাতেই মামলা দায়ের করা হয়। পরে সোমবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss