spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শিশু সামিউল হত্যায় মা আয়েশাসহ দু’জনের মৃত্যুদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে ৫ বছরের শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফি হত্যা মামলায় মা আয়েশা হুমায়রা এশাসহ দু’জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি দুই আসামির প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক।

ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত মা আয়েশা হুমায়রা ও তার বন্ধু শামসুজ্জামান বাক্কু জামিন নিয়ে পলাতক।

গত ২৩ নভেম্বর এই মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেছেন সরকারি কৌঁসুলি (পিপি) ফারুকুজ্জামান ভূঁইয়া।

২০১২ সালের ১ ফেব্রুয়ারি দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষ ২২ জন সাক্ষীকে আদালতে হাজির করে।

মামলার অভিযোগ ও অভিযোগপত্র অনুযায়ী, মায়ের সঙ্গে আরেকজনের সম্পর্ক দেখে ফেলায় ২০১০ সালের ২৩ জুন সামিউলকে অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় সামিউলের বাবা কে আর আজম বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা করেন।

আরো পড়ুন: মারা গেছেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনজুরে মওলা

মামলাটি তদন্ত করে পরের বছরের ২৫ অক্টোবর হুমায়রা ও শামসুজ্জামানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss