spot_img

৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রতিপক্ষের প্রতি অশ্লীল বাক্য ব্যবহারের দায়ে নিষিদ্ধ জাম্পা

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রতিপক্ষের প্রতি অশ্লীল বাক্য ব্যবহার করায় নিষিদ্ধ হয়েছেন মেলবোর্ন স্টার্সের লেগস্পিনার অ্যাডাম জাম্পা। গত মঙ্গলবার সিডনি থান্ডার্সের বিপক্ষে ম্যাচে এমন কাণ্ড ঘটান তিনি। শাস্তি হিসেবে জাম্পাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

ম্যাচ চলাকালীন সময়ে অশ্লীল শব্দ ব্যবহার করায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আচরণবিধির লেভেল ওয়ান ভেঙ্গেছেন জাম্পা। এর ফলে শুধু এক ম্যাচের নিষেধাজ্ঞাই নয়, এই লেগস্পিনারকে আড়াই হাজার অস্ট্রেলিয়ান ডলারও জরিমানা করা হয়েছে।

জাম্পা তার ওপর আনা অভিযোগ মেনে নেয়ায় নতুন করে শুনানির প্রয়োজন পড়েনি। নিষেধাজ্ঞার ফলে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ২ জানুয়ারির ম্যাচে খেলতে পারবেন না তিনি।

এর আগেও এমন কাণ্ড ঘটিয়েছেন জাম্পা। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে বাজে শব্দ ব্যবহার করেছিলেন এই বোলার। সেবার অবশ্য শুধু ডিমেরিট পয়েন্ট পেয়েই বেঁচে যান তিনি।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss