spot_img

২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে মাদক-ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে মাদক ও ছিনতাই চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর বিভাগ)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- এমরান হোসেন রানা ওরফে মনা (৩২), মো. মারুফ হোসেন (২৩), মো. আজাদ (৩৫), আমজাদ হোছাইন (৩২), মো. জিশান (২৩), মো. সোহেল পারভেজ (২৬) ও অয়ন শীল (২১)।

মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর বিভাগ) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন নাজিরপাড়া কালী বাড়ি রোডস্থ মৃত নুর বক্সের বাড়ির একটি বসত ঘরের ভিতরে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের ৯ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা মাদক ও ছিনতাই চক্রের সদস্য। তারা মাদক ব্যবসা, ছিনতাই ও সন্ত্রাসী মুলক কার্যক্রমের সাথে জড়িত। এরমধ্যে আসামি এমরান হোসেন রানা ওরফে মনা (৩২) পাঁচলাইশ থানা এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী থানায় একাধিক মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss