চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স বিভাগের ছাত্র এসএম আবরার লাবিবকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ১ টায় নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে আবরারকে উদ্ধার করেন নরসিংদী রেলওয়ে ফাঁড়ির এস আই জসিম উদ্দিন। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ দেখে লাবিবকে শনাক্ত করেছেন বলে জানিয়েছেন তিনি ।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই জসিম উদ্দিন আমাকে জানিয়েছেন তিনি একটা ছেলেকে রেলওয়ে সিগনালে হাত পা বাঁধা অচেতন অবস্থায় পেয়েছেন। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ছবি দেখে তাকে শনাক্ত করেছেন। বর্তমানে তাকে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
নিখোঁজ লাবিব চট্টগ্রাম নগরীর চৌমুহনী এলাকায় চাচার বাসায় থেকে পড়াশোনা করতেন।
এর আগে মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকাল ৫টার দিকে চট্টগ্রাম নগরী থেকে নিখোঁজ হন তিনি। পরে বুধবার (৬ জানুয়ারি) নগরীর ডাবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে লাবিবের পরিবার।
চস/আজহার