spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শারজায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ২ বোনের মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের শারজায় সড়ক দুর্ঘটনায় ২ বোনের মৃত্যু হয়েছে। জানা যায়, চট্টগ্রাম হাটহাজারীর ফতেয়াবাদের প্রবাসী মোহাম্মদ ইকবালের চার মেয়ে মঙ্গলবার বিকেলে টিউশনিতে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় দুই বোন মারা যায়। এদের মধ্যে তাসফিয়া (১৬) শারজার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। আরেকজন তাজু (৬)। তাদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদের বটতলে।

মেয়েদের বাবা মোহাম্মদ ইকবাল শারজায় ব্যবসা করেন। তার চার মেয়ে প্রতিদিনই এভাবে রাস্তা পার হয়ে টিউশনিতে যায়। দুর্ঘটনার দিন শারজা বাংলাদেশ সমিতির খুব কাছাকাছি সিগনালে বেপরোয়াগতির একটি গাড়ির ধাক্কায় তারা মাথায় প্রচণ্ড আঘাত পায়। এর পর হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় গাড়িটির গতি বেশি ছিল। গাড়ির চালককে পুলিশ আটক করেছে বলে জানা যায়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss