ব্যাডমিন্টন খেলা নিয়ে কেরানীগঞ্জে দুগ্রুপের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার দিবাগত রাত ১টার দিকে কেরানীগঞ্জের কালিঞ্জী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরে নাম সাঞ্জু মিয়া (১৫)। সে একই এলাকার বাসিন্দা।
এদিকে এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা একই এলাকার রুবেল(১৫) ও রবি (১৬)।
মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, রাত ১১টার দিকে কেরানীগঞ্জের কালিঞ্জী এলাকায় ব্যাডমিন্টন খেলা কেন্দ্র করে দুই কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সাঞ্জু মিয়াসহ ছয়জন। তাদের উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক সাঞ্জু মিয়াকে মৃত বলে ঘোষণা করেন।
চস/আজহার