চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা। রবিবার (১৪ ডিসেম্বর) নগরীর সিআরবি শিরীষ তলায় এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।
চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির ও চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন।
এরআগে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বাঙালি জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের এই মাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো মেলায় ৩২টি স্টলে থাকছে নান্দনিক চারু ও কারুশিল্প, চট্টগ্রামের স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্প পণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্পের সমাহার।
চস/স


