spot_img

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোর থেকেই সীমান্তের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে এই নিরাপত্তা জোরদার করে বিজিবি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তের বিভিন্ন চৌকিতে বিজিবির সদস্যও বাড়ানো হয়েছে। সীমান্তে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে দৃষ্টি রেখে বিজিবি সদস্যরা সীমান্ত চৌকিগুলোতে সতর্ক অবস্থায় রয়েছে।

বিশেষকরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু, ঘুনধুম, চাক ঢালা ও কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার জানিয়েছেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সীমান্তে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখছে বিজিবি।

আরো পড়ুন: অং সান সু চি, প্রেসিডেন্ট সেনাবাহিনীর হাতে আটক

বিজিবি কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান জানিয়েছেন, সীমান্ত পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর রাখা হচ্ছে।

উল্লেখ্য, মিয়ানমারে সেনা অভ্যুত্থানে দেশটির প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিসহ বেশ কিছু শীর্ষ নেতাকে আটক করেছে সেনাবাহিনী। পুরো দেশটি এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss