আগামী রোববার (৭ জানুয়ারি) সারোদেশে একযোগে শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুম থেকে ভিডিও কনরফারেন্সের মাধ্যমে টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
করোনার টিকা নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য না ছড়াতে স্বাস্থ্য সংশ্লিষ্ঠরা আহ্বান জানিয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পঙ্গু পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, প্রথম পর্যায়ে ৬০ লাখ মানুষকে টিকাদানের আওতায় আনার পরিবর্তে ৩৫ লাখ মানুষের দুই ডোজের টিকা নিশ্চিত করবে সরকার।
আরো পড়ুন: মেডিকেল কলেজগুলোতে ভর্তি পরীক্ষা ২ এপ্রিল
এছাড়াও প্রথম টিকার পর দ্বিতীয় ডোজ আট সপ্তাহ বা দুই মাসের পরিবর্তে এখন এক মাস পরে দেয়া হবে। ইতিমধ্যে সারাদেশের সরকারী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বিশেষায়িত হাসপাতাল মিলিয়ে ঢাকার বাইরে ৬শত ১৩টি কেন্দ্রে টিকাদান কাজের প্রস্তুতি শেষ হয়েছে। টিকাদান কাজে প্রায় ছয় হাজার ছয় শত ৯০টি টিম কাজ করবে।
চস/স