spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে আরও ৮০ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৮টি ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে এক হাজার ৫২০টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮০ জনের দেহে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে নগরে ৭২ জন এবং উপজেলায় ৮ জন। তবে এই সময়ে কেউ মৃত্যুবরণ করেননি। সবমিলিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩২ হাজার ৫২৪ জন।

আরো পড়ুন: চট্টগ্রামে করোনার প্রথম টিকা নিলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৫ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮ জন করোনা রোগী শনাক্ত হয়।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৭জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়।

এদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯০টি নমুনা পরীক্ষা করেও কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি।

উল্লেখ্য, নগরীর দুই কেন্দ্রসহ ১৪ উপজেলায় গতকাল একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে নগর ও সব উপজেলা মিলিয়ে মোট এক হাজার ৯০ জন টিকা নিয়েছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss