চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ১৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে, কয়েকজর নিখোঁজ আছে। এ ঘটনায় নদী থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার নামপরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের স্টাফ অফিসার লে. কমান্ডার হাবিবুর রহমান।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টায় ১২ নম্বর ঘাটের ওয়াটার বাস টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সদরঘাট নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, ‘কর্ণফুলীতে নৌকাডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মুমূর্ষ অবস্থায় একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন: আজ চসিকের দায়িত্ব নেবেন রেজাউল
লে. কমান্ডার হাবিবুর রহমান বলেন, কর্ণফুলী নদীতে ১৮-২০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। সেখানে দ্রুত কোস্টগার্ডের একটি টিম পাঠানো হয়েছে। নৌ-বাহিনীর টিমও আসছে। এ ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
চস/স