চট্টগ্রামের নগর পরিকল্পনাবিদ ও সাউদার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য ইঞ্জিনিয়ার আলী আশরাফ মারা গেছেন(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৬ মার্চ) দিবাগত রাত ২টা ৫ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে ইঞ্জিনিয়ার আলী আশরাফ বেশ কিছুদিন আগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।
রবিবার (৭ মার্চ) বাদ আসর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা এবং ফটিকছড়ির জাফতনগর লতিফ রহমান হাইস্কুল ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনিযুক্ত মেয়র এম রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।
চস/স