spot_img

২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৩ জনের দেহে। এর মধ্যে ৫৪ জন নগরের এবং ৯ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ হাজার ৫৫২ জনে।

রবিবার (৭ মার্চ) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ছয়টি ল্যাবে ১ হাজার ৬০৭ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ৬৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তবে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৭৭ জন। এর মধ্যে ২৭৬ জন নগরীর ও ১০১ জন বিভিন্ন উপজেলার।

শেখ ফজলে রাব্বি জানান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৬২ জনের নমুনা পরীক্ষায় ১৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় ২৫ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৪১ জনের নমুনা পরীক্ষা করে ১২ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

আরো পড়ুন: ইঞ্জিনিয়ার আলী আশরাফ আর নেই

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৬ জনের নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায় নি। একইসঙ্গে এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss